Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Monday, April 24

টাইগারদের জন্য বিসিবির নতুন সুবিধা ঘোষনা

 

টাইগাররা প্রতিনিয়ত বাংলাদেশের মুখ উজ্জ্বল করেই যাচ্ছে। তাই টাইগারদের জন্যও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)দিচ্ছে একের অর এক সুবিধাদি। যদিও ক্রিকেট একাডেমিটি যথেষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ। একাডেমীতে থাকা খাওয়ার সুব্যবস্থার সাথে আছে ইনডোর ও আউটডোর প্র‍্যাক্টিস সুবিধা।
ফিটনেস সেন্টার বা জিমনেসিয়ামটিও বেশ আধুনিক। এই ক্রিকেট একাডেমীতে শুধু অভাব রয়েছে একটি সুইমিংপুলের। এই সুইমিংপুলের অভাবও খুব দ্রুতই পূরণ করতে চলেছে বিসিবি।
ক্রিকেট একাডেমীকে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপ দেয়ার লক্ষ্যে একটি সুইমিংপুল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর ফলে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে উপকৃত হবে হাই পারফরমেন্স ইউনিটের খেলোয়াড়রাও। এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে জানান,
“সর্বোচ্চ প্র‍্যাক্টিস সুবিধা সহ সব সুবিধাদি নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। সেক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনার মধ্যে সুইমিংপুলও আছে। রিহ্যাব প্রোগ্রামে যেই কোচেরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। কিছু বেসিক রিকোয়ারম্যান্ট আছে সেগুলো ফুলফিল করেই করা হবে। একটি সাধারণ সুইমিংপুল যে মেজরম্যান্টে হয় সেরকম করেই করা হবে। ”

লিওনেল মেসির গোলের নতুন মাইলফলক

 

এল ক্লাসিকোতে গোল পাচ্ছিলেন না সেই ২০১৪ সাল থেকে।  সেই মেসিই দলের মুমূর্ষ মুহূর্তে জোড়া গোল করে দলকে জেতালেন মর্যাদার এল ক্লাসিকো। তাও আবার রিয়াল মাদ্রিদের মাঠে! জোড়া গোল করে দলকে জেতানোর পাশাপাশি ৫০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন আর্জেন্টাইন তারকা। এক ম্যাচ কম খেলা রিয়ালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠিয়ে দিয়েছেন বার্সাকে। সে কারণে তার উল্লাস এবং উদযাপন একটু বেশিই ছিল। এটি যেমন তাকে স্বস্তি দিয়েছে। তেমনি বার্সেলোনাকে টিকিয়ে রেখেছে শিরোপার দৌঁড়ে।  ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লুইস এনরিখের বার্সা। এক ম্যাচ কম খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। আর তৃতীয় অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮, ৩৩ ম্যাচ শেষে। বার্না ব্যুতে সত্যিকারের এল ক্লাসিকো উপহার দিয়েছে দু’দলের খেলোয়াড়েরা। কী ছিল না এই ম্যাচে! আক্রমণ, পাল্টা-আক্রমণ, গোল-পাল্টা গোল, খেলোয়াড়দের মেজাজ হারানো, নাটকীয়তা, সবকিছু যেন পসরা সাজিয়ে বসেছিল।
২৮ মিনিটে কাসেমিরোর গোলে এগিয়ে যায় রিয়াল। প্রায় সঙ্গে সঙ্গেই ৩৩ মিনিটে লিওনেল মেসির গোলে সমতায় ফেরে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে ইভান রাকিতিচের গোলে বার্সেলোনা আবার এগিয়ে যখন ম্যাচটা প্রায় নিজেদের করে এনেছে, ঠিক তখনই ৮৫ মিনিটে হামেজ রদ্রিগেজের জাদুতে রিয়ালের সমতা। অবশ্য দুই মিনিট পরই মেসিকে বাজে ট্যাকল করে সার্জিও রামোস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।
তবে সবচেয়ে বড় চমকটা ফুটলপ্রেমীদের জন্য শেষ মুহূর্তের জন্যই তুলে রেখেছিলেন লিওলেন মেসি।
ম্যাচের যোগ করা সময়ে সার্জি রবার্তো নিজেদের সীমানা থেকে বল নিয়ে প্রায় একক প্রচেষ্টায় রিয়ালের সীমানায় এসে বল বাড়ান আন্দ্রে গোমেজের কাছে। গোমেজ বলটি ডান দিকে ঠেলে দেন জর্ডি আলবার কাছে। আলবা চমৎকার এক পাসে বক্সের মধ্যে ঠিকই খুঁজে নেন দলের সেরা তারকা মেসিকে।
আর্জেন্টাইন তারকা বল ধরেই রিয়াল গোলকিপার নাভাসকে ফাঁকি দিয়ে জালে পাঠান। স্বাগতিক শিবিরে তখন রাজ্যের হতাশা। আর বার্না ব্যুর কোনো এক কোণায় বসা বার্সাদের গুটি কয়েক সমর্থকরাই তখন মাঠের সংখ্যাগরিষ্ট দর্শক।
জয়সূচক গোলের পর কেমন যেন আবেগপ্রবণ হয়ে উঠলেন মেসি। স্বভাববিরুদ্ধ এক আচরণ করে বসলেন। জার্সি খুলে সেটি মেলে ধরলেন গ্যালারির দিকে। মেসির আবেগ তো আর ফুটবলের আইন বোঝে না। হলুদ কার্ডই দেখতে হল তাকে। তাতে কি, ২০১৪ সালের পর এই প্রথম বার্না ব্যুতে গোল পেলেন মেসি।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের শক্তিশালী দল

 

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দারুণ দল গড়েছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন পেসার মিচেল ম্যাকক্লেঘান, অ্যাডাম মিলনে ও অলরাউন্ডার কোরে অ্যান্ডারসন। এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে একাই বেশ কয়েকটি ম্যাচে জিতিয়েছেন ম্যাকক্লেঘান। ভালো ফর্মে রয়েছেন অ্যাডাম মিলনেও। আর ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই আইপিএলে নিজেকে প্রমাণ করে চলছেন কোরে অ্যান্ডারসন।
আজ সোমবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দল ঘোষণার সময় কিউইদের কোচ মাইক হেসন বলেন, ‘ভালো, ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞ দল হয়েছে। ব্যাট ও বল হাতে অভিজ্ঞরা দলে সুযোগ পেয়েছে। আক্রমণাত্মক ব্যাটসম্যান রয়েছেন, সেই সঙ্গে বল হাতে বৈচিত্র্য রয়েছে এমন বোলারদেরই নেওয়া হয়েছে।’
দলে চার অলরাউন্ডার থাকাটাকেও ইতিবাচকভাবে দেখছেন হেসন। তিনি বলেন, স্কোয়াডে ভারসাম্য আনতেই চার অলরাউন্ডার নেওয়া হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি তো আছেনই, তবে মিচেল ম্যাকক্লেঘান ও অ্যাডাম মিলনের উপস্থিতি দলের শক্তি বাড়িয়েছে বলে মনে করছেন হেসন। তিনি বলেন, ‘এ দুজন দারুণ ফর্মে রয়েছেন। এ মুহূর্তে টুর্নামেন্টের সেরা বোলিং লাইনআপ রয়েছে আমাদের।’
চ্যাম্পিয়নস ট্রফিতে আগামী ২ মে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড। এরপর ৬ জুন ইংল্যান্ড ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ জুন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে কিউইরা।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামস (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, কলিন ডি গ্রান্ডহোম, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেঘান, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, জিতেন প্যাটেল, লুক রঞ্চি, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও রস টেলর।


মেসি জাদুতে হারলো রিয়াল মাদ্রিদ

 

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সেরা লড়াই এল ক্লাসিকো। যেটি দেখার জন্য বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী অপেক্ষায় থাকেন। শিরোপা নির্ধারণ হোক না হোক ক্লাসিকো মানেই উত্তেজনায় ভরপুর একটি ফুটবল ম্যাচ। রোববারও তার ব্যতিক্রম হয়নি।  উত্তেজনাপূর্ণ এ ম্যাচে মেসি জাদুতে বার্নাব্যুতে রিয়ালকে হারিয়ে লা লিগার লড়াইয়ে ফিরলো বার্সা।

১০ জনের রিয়ালের বিপক্ষে ৩-২ গোলের অসাধারণ জয় পেয়েছে বার্সেলোনা। একই সঙ্গে রিয়ালকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠেছে কাতালান জায়ান্টরা।  

প্রথম আধঘণ্টা ম্যাচটা রিয়ালের নিয়ন্ত্রণে ছিল বেশি। কয়েকবার সুযোগ নষ্টের পর ২৮ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। টনি ক্রুসের কর্নার থেকে বল পান মার্সেলো। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের ক্রস থেকে সের্হিয়ো রামোসের শট পোস্টে লেগে ফিরে এলে সুযোগসন্ধানী কাসেমিরো ১-০ করেন।

তবে রিয়ালের এ আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর পাঁচ মিনিট পরই মেসির দুর্দান্ত গোলের সমতায় ফেরে বার্সা। রাকিতিচের বাড়ানো বলে কারভাহালকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান আর্জেন্টাইন এই তারকা। এল ক্লাসিকোয় পাঁচ  ম্যাচ পর মেসি গোল পান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

বিরতির পর ফিরে ৪৯ মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। সুযোগ নষ্টের দিনে বরং উল্টো আরো একটি গোল হজম করতে হয় রিয়ালকে। ৭৩ মিনিটে রাকিতিচের বাঁ পায়ের শট ঠেকিয়ে দেয়ার কোনো সুযোগ পাননি নাভাস। এর চার মিনিট পর আর বড় ধাক্কা খায় রিয়াল। মেসিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে রামোস।

শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে ম্যাচে উত্তেজনা ফেরে রিয়াল দ্বিতীয় গোল করলে। বেনজিমার বদলি নামা হামেস রদ্রিগেসের গোলে সমতায় ফেরে রিয়াল। মৌসুমের প্রথম ক্লাসিকোর মতো আবার পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে বার্সা। কিন্তু যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে মেসি।  

এ জয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। তাদের সমান পয়েন্ট রিয়ালের, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। 

Saturday, April 22

টি-টোয়েন্টিতে অধিনায়ক সাকিব

 

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এই সংস্করণ থেকে অবসর নেওয়া মাশরাফি বিন মুর্তজার জায়গায় শনিবার এই অলরাউন্ডারের নাম ঘোষণা করে বিসিবি।

সাকিবকে টি-টোয়েন্টির অধিনায়ক করার ফলে বাংলাদেশের তিন ফরম্যাটে তিন জন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলবে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাকিবকে টি-টোয়েন্টির অধিনায়ক করার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।

“সামনে পাকিস্তান আসতে পারে, এছাড়া খুব শিগগির টি-টোয়েন্টিতে আমাদের তেমন কোনো খেলা নেই। তারপরও আজকে বোর্ড সভায় আমরা নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবে তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।”

শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন আগের অধিনায়ক মাশরাফি। ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন এই পেসার। টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফির চোটে নেতৃত্ব পেয়েছিলেন সাকিব। চোট থেকে সেরে উঠে নেতৃত্বে ফিরেছিলেন মাশরাফি। পরের বছর দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে আবার চোট পান এই পেসার। পরে সাকিবকেই অধিনায়ক হিসেবে বেছে নেয় বিসিবি।

২০১১ সালে জিম্বাবুয়ে সফরের পর তিন সংস্করণেই মুশফিকুর রহিমের কাছে নেতৃত্ব হারান সাকিব। ২০১৪ সালে মাশরাফিকে সীমিত ওভারের দুই সংস্করণে অধিনায়ক বেছে নেওয়ার পর এই অলরাউন্ডারকে করা হয় সহ-অধিনায়ক।

বিসিবি সভাপতি জানান, মাঠের পারফরম্যান্সেই এবার নেতৃত্বে এসেছেন সাকিব।

“ও যেহেতু সহ-অধিনায়ক ছিল, এমনিতেই ওর নাম চলে এসেছে। তাছাড়া অন্য নামও ছিল। তবে সব দিক বিবেচনা করে ও-ই সবার চেয়ে এগিয়ে আছে। ওর পারফরম্যান্স এখন অসাধারণ। অসাধারণ ক্রিকেট খেলছে সে।”

সাকিবের নেতৃত্বে খেলা চারটি টি-টোয়েন্টিতেই যে হেরেছে দল। নিশ্চয়ই যত দ্রুত সম্ভব অধিনায়ক হিসেবে প্রথম জয়টি পেতে চাইবেন তিনি।
 

বার্সেলোনা ছেড়ে যেখানে যাবেন, জানালেন নেইমার

 

লিওনেল মেসি, লুই সুয়ারেজের পর বার্সেলোনার আর এক গোল মেশিনের কথা বললে অবশ্যই বলতে হবে নেইমারের নাম। ২০১৩ সালে তিনি ব্রাজিলের স্যান্টোস ছেড়ে যোগ দেন বার্সায়। সেই থেকে এখনও পর্যন্ত বার্সার হয়ে ১৮০ ম্যাচে মাঠে নেমে ১০০ গোল করেছেন তিনি। কিন্তু সেই নেইমার চিরকাল বার্সার হয়ে খেলে যাবেন এমন ভাবার কোনও কারণ নেই। বরং বার্সার এই তারকা স্ট্রাইকার নিজে থেকেই বলে দিয়েছেন যে, অদূর ভবিষ্যতেই তিনি ছেড়ে দিতে পারেন বার্সেলোনা ক্লাব। তবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কিংবা প্যারিস সাঁজাতে নয়, তিনি ফিরতে চান নিজের দেশের ক্লাব ফুটবলেই।

তবে এর আগে নেইমার যে স্যান্টোসে খেলতেন, সেখানে ফিরে যাওয়ার কোনও ইচ্ছেই তার নেই। কারণ, স্যান্টোস নেইমারকে আটকানোর জন্য একসময় কোর্ট পর্যন্ত গিয়েছিল। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি।
নেইমার নিজেই বলেছেন, 'স্যান্টোসের দিনগুলো দারুণ ছিল। কিন্তু ওরা যে কেন কোর্টে গেল আমার বিরুদ্ধে, সেটা আমার আজও বোধগম্য হয় না। আমি ব্রাজিলের ফ্লামেঙ্গো ক্লাবে খেলতে চাই। কানায় কানায় ভর্তি মারকানা স্টেডিয়ামে ফ্লামেঙ্গোর জার্সি গায়ে মাঠে নামতে চাই। এটা আমার অনেকদিনের ইচ্ছে। জানি না, এমন কবে হবে। তবে, সেটা যেকোনও একদিন হতে পারে।


Friday, April 21

আবারো জাতীয় ক্রিকেট দলে ডাক পেল নাসির হোসেন


 


সিরিজের পর সিরিজ গেছে, দেশে এবং দেশের বাইরে। কিন্তু সেসব সিরিজে নাসির হোসেনকে বিবেচনা করেননি নির্বাচকরা। তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমেও কম সরব হননি তাঁর ভক্তরা। তাঁদের জন্য সন্তুষ্টির ব্যাপার হল নাসির আবারো দেশের ক্রিকেটের মূল স্রোতে ফেরার অপক্ষোয়। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি ঠিকই তবে আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন বাংলাদেশ দলের অংশ হয়েই। নাসিরও জানেন এই সুযোগ কাজে লাগাতে পারলে তাঁর আবারো জাতীয় দলে পুরনো জায়গাটা ফিরে পাওয়ার সম্ভাবনা জাগবে। আবার একই সঙ্গে ভক্তদের জন্য ভালো খেলার তাগিদও আছে এই অফস্পিনার অলরাউন্ডারের। ভক্তদের প্রত্যাশা কখনো কখনো তাঁর জন্য চাপও তৈরি করে। তবে নাসির জানালেন ভক্তরা তাঁর জন্য অফুরন্ত অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসের উৎসও। ভক্তদের দোয়াকে তাঁর জীবনের বড় প্রাপ্তি বলেও মানেন নাসির। বৃহষ্পতিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দল গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়ের পর তাঁর দলে ফেরার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভক্তদেরও টেনে এনেছেন নাসির, ‌'ভক্তদের প্রত্যাশা চাপ তৈরি করে হয়তো। সঙ্গে অনেক আত্মবিশ্বাসও দেয়। এতে জানা যায় যে মানুষ আমাকে পছন্দ করে, আমার জন্য দোয়া করে। এটা আমার জন্য বড় পাওয়া। সবাই যে আমাকে ভালোবাসে, উঠতে বসতে এর প্রমাণ পাই। সবাই দেখা হলেই বলে যে তারা আমার জন্য দোয়া করে। এটা অনেক বড় পাওয়া।'