Showing posts with label প্রবাস জীবন. Show all posts
Showing posts with label প্রবাস জীবন. Show all posts

Saturday, April 22

সৌদি আরবের শপিংমলে চাকরি হারাবে বিদেশিরা

 সৌদি আরবের শপিং মলগুলোতে প্রবাসীরা চাকরি করতে পারবেন না- এই মর্মে নির্দেশিকা জারি করেছে সৌদি প্রশাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশের নাগরিকদের দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত কা‌র্যকর হলে কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক বেকার হয়ে পড়বে। অন্যদিকে দেশটির নাগরিকদের জন্য ১৫ লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে অনুমান করা হচ্ছে।

তবে রাতারাতি কর্মরত ব্যক্তিদের কর্মচ্যুত করবে না, চাকরিরত শ্রমিকদের সঙ্গে সংস্থার চুক্তির মেয়াদ শেষ হলে পুনঃচুক্তি করা ‌যাবে না- এমনটাই জানিয়েছেন দেশটির শ্রম দপ্তরের মুখপাত্র খালেদ আবাল খাইল। এই প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তাও বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করছে।

সৌদি আরব তেল নির্ভর অর্থনীতি ছেড়ে বের হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে। সেজন্য দক্ষ শ্রমিক তৈরির ওপর জোর দিচ্ছে সে দেশের রাজপরিবার।

সৌদি আরবে গত ত্রৈমাসিকে বেকারত্বের হার ছিল ১২ দশমিক ৩ শতাংশ, যা গত বছরের তুলনায় দশমিক ৮ শতাংশ বেড়েছে। মহিলাদের ক্ষেত্রে এই হার ৩৪ দশমিক ৫ শতাংশ।

সৌদি শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবাল খাইল টুইটারে শপিং সেন্টারগুলোতে শুধু সৌদি নারী ও পুরুষের কাজ করার নির্দেশনা দিয়েছেন। শপিং মলগুলোর ভেতরে নারীদের পোশাকের দোকানগুলোতে নারী বিক্রয়কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে।

২০৩০ সাল নাগাদ সৌদি নাগরিকদের বেকারত্বের হার ১১ দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনার যে লক্ষ্য সৌদি সরকারের রয়েছে, সেই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি ভিশন-২০৩০ অনুযায়ী, খুচরা দোকানগুলোতে ১৫ লাখ শ্রমিক রয়েছে। এদের মধ্যে মাত্র ৩ লাখ সৌদি নাগরিক। সৌদি ভিশন- ২০৩০ এর আওতায় ‘ন্যাশনাল ট্রান্সফরম্যাশন প্রোগ্রাম (এনটিপি)’র অধীনে সৌদি আরব ২০২০ সাল নাগাদ বেসারকারি খাতে সাড়ে ৪ লাখ সৌদি নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাইছে।



Friday, April 21

নিউইয়র্কে ‘বৈজ্ঞানিক দৃষ্টিতে রাসুল (সা.) এর মিরাজ’ শীর্ষক আলোচনা

 

নিউইয়র্কে ‘বৈজ্ঞানিক দৃষ্টিতে রাসুল (সা.) এর মিরাজ’ শীর্ষক আলোচনায়  বক্তারা বলেছেন, মিরাজের মাধ্যমে মহান আল্লাহ তার রাসুলকে সবার ওপরে মর্যাদা প্রদান করেছেন।

দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র উদ্যোগে স্থানীয় সময় সোমবার ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এ উপলক্ষে আলোচনা ছাড়াও ইয়ুথ প্রোগ্রাম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এদিন বিকেল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।

দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল ও আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং মাওলানা সায়্যিদ সাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাইখ মুদ্দাসির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা ওহী আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও বক্তব্য রাখেন হাসান মাহদিন চৌধুরী, মিজানুর রহমান, নাহিদ বাদশা, রুহিদ বাদশা, জামিল ইবাদুর, আসিফ ও ইহসান উদ্দিন।

অন্যদের মধ্যে পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দীন, হাফেজ জমশেদ, হাফেজ জমির উদ্দিন, মাওলানা নাজমুল হুদা, মুহাম্মদ হাসানসহ দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র-শিক্ষকসহ বিপুল সংখ্যক মুসল্লী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা কোরআন-হাদিসের আলোকে বৈজ্ঞানিক দৃষ্টিতে রাসুল (সা.) এর মিরাজ এর তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রাসুল (সা.) এর ঊর্ধ্ব জগতের মোজেযাসমূহের মধ্যে মিরাজ একটি বিস্ময়কর মোজেযা। মিরাজের ঘটনাটি নবীজীর জীবনে গুরুত্বপূর্ণ এ জন্য যে, এর সাথে গতি, সময় ও স্থানের বৈজ্ঞানিক তত্ত¡ জড়িত রয়েছে।

মিরাজের মাধ্যমে মহান আল্লাহপাক নবী করিম (সা.)-কে সবার ওপরে মর্যাদা প্রদান করেছেন।

অনুষ্ঠানে মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়াও মোনাজাত করা হয়।