![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqFlzgzxo0j_dKCj0FmMDTPT77NbmvlCjPfWhZv1Z_OqL3c4_PSUb4qfUMx5sLMimsS-vQyktZ9hTKilISLd5G04NNceCls3ZczXhAX5eUalHFCaMFXqNDScxyEf6f95Ha9gkn_FwingcH/s400/85172.jpeg)
তবে এর আগে নেইমার যে স্যান্টোসে খেলতেন, সেখানে ফিরে যাওয়ার কোনও ইচ্ছেই তার নেই। কারণ, স্যান্টোস নেইমারকে আটকানোর জন্য একসময় কোর্ট পর্যন্ত গিয়েছিল। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি।
নেইমার নিজেই বলেছেন, 'স্যান্টোসের দিনগুলো দারুণ ছিল। কিন্তু ওরা যে কেন কোর্টে গেল আমার বিরুদ্ধে, সেটা আমার আজও বোধগম্য হয় না। আমি ব্রাজিলের ফ্লামেঙ্গো ক্লাবে খেলতে চাই। কানায় কানায় ভর্তি মারকানা স্টেডিয়ামে ফ্লামেঙ্গোর জার্সি গায়ে মাঠে নামতে চাই। এটা আমার অনেকদিনের ইচ্ছে। জানি না, এমন কবে হবে। তবে, সেটা যেকোনও একদিন হতে পারে।
No comments:
Post a Comment