![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY1nAWisGQFjgH7SSS5AFQzQwfve4byBX51e9wyvNteyZiLwbH9SSCLpBvgmTvvDl0vRxsfHxb4_AaE65rMtC0t06N6Cqopqki4HOfoiQB-pEg4ijo5Jxg1rLSBORiqu_qSaAlgyvIvx8N/s640/18143080_1016918828440988_2080378014_n.jpg)
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গুরুত্বপূর্ণ সাতটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান রোববার দিবাগতs রাতে নতুন সাত কমিটির অনুমোদন দিয়েছেন।ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কুড়িগ্রাম জেলা শাখা সভাপতি আমিমুল ইহছান, সিনিয়র সহসভাপতি শাহ মো. আল-আমীন, সহসভাপতি মো. সদরুল আলম জামিল, মো. হাবিবুর রহমান রুবেল, মো. শামীম ইসলাম খন্দকার ও আব্দুল্লাহ আল ফারুক মিলন, সাধারণ সম্পাদক মো. হাসান জোবায়ের হিমেল, যুগ্ম সম্পাদক মো. রাকিবুল ইসলাম বকসি রকি, রাশেদুল ইসলাম কাজল, মো. সারোয়ার হোসেন শাওন, মো. সোহেল রানা, রাব্বি ইসলাম বাঁধন ও সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন।কমিটি ঘোষণার পর বিপ্লবী সাধারণ সম্পাদক হাসান জবাবের, হিমেল বলেন দেশেনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পালন করার চেষ্টা করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে কুড়িগ্রাম জেলা বিএনপি ও ছাত্রদলের সহ সকলের কাছে দোয়া ও সহযোগিতা চান ।
No comments:
Post a Comment