কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মন্ডলপাড়ার এলাকাবাসীর উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত ব্যতিক্রম ধর্মী ফুটবল খেলার আয়োজন করে । প্রতিবছরই এলাকাবাসীরা খেলার আয়োজন করে থাকে ঈদের দ্বিতীয়/তৃতীয় দিন । এবারে সপ্তম আসর খেলা অনুষ্ঠিত হয়। এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন এর ফলে এলাকাতে মাদক নির্মূল করা গেছে বলে সবাই দাবি করে । অতীতে এই মন্ডল পাড়াতে ছোট ছোট শিশু থেকে শুরু করে অনেকে মাদকের সাথে সম্পৃক্ত ছিল । কিন্তু সামাজিক কাজগুলো মধ্যে সবাইকে যুক্ত করা এবং ব্যতিক্রমধর্মী খেলাধুলার সাথে সম্পৃক্ত করার মাধ্যমে দেখা গেছে মাদক থেকে এখানকার শিশুরা এবং ছাত্ররা অনেক দূরে সরে গেছে । এখন এলাকাটি মাদকমুক্ত হিসেবেই সকলের কাছে পরিচিত । এ সময় উপস্থিত ছিলেন বেলাল সরকার, ডেপুটি কমান্ডার এবং বিশিষ্ঠ ব্যবসায়ীরা । আয়োজনটির উদ্যোক্তা হিসেবে প্রথম থেকে কাজ করে আসছেন মোস্তাফিজুর রহমান মিঠু , এবারের আয়োজন শেষে তিনি বলেন "খেলাধুলার মাধ্যমে একজন মানুষ নিজেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে পারে । মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই।
" এছাড়াও আরও অনেকে বক্তব্য রাখেন । খেলায় বিবাহিত দলকে ৮-৩ হারিয়ে অবিবাহিত একাদশ বিজয়ী হয় । শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন । এরপর সকলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে ।