Showing posts with label জাতীয়. Show all posts
Showing posts with label জাতীয়. Show all posts

Wednesday, April 26

বাসে অতিরিক্ত ভাড়া দাবী করছে?


 

যারা গণপরিবহণে যাতায়াত করেন তাদের জন্য.....

বাসে অতিরিক্ত ভাড়া দাবী করছে?
স্টুডেন্ট ভাড়া নিচ্ছেনা, উল্টো খারাপ ব্যাবহার করছে?
'মহিলা সিট নাই' বলে মহিলাদের বাসে উঠতে দিচ্ছে না?
'সিটিংবাস' নাম ভাঙ্গিয়ে গাড়িতে উঠতে দিচ্ছে না?
সরকার নির্ধারিত ভাড়ার চার্ট বাসে দেখা যাচ্ছে না?
অতিরিক্ত যাত্রী বোঝাই?
লেগুনার পিছনে মানুষ ক্যাঙ্গারুর মতো ঝুলছে?
পুরনো লক্কড়ঝক্কড় মুড়িরটিন বাস রাস্তায় নামিয়েছে?

02-9568399 এই সরকারী হেল্পলাইন নম্বরটিতে ফোন করে তাৎক্ষণিক অভিযোগ জানান।

দীর্ঘদিন যাবৎ গণপরিবহন খাতে যে সীমাহীন নৈরাজ্য চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। সরকার একা কিছুই করতে পারবেনা, আপনারা যদি প্রতিবাদী না হোন! মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী Obaidul Quader Sir কে এমন সময়োপযোগী সিদ্ধান্ত এবং এই খাতে নৈরাজ্য নির্মূলে সাহসী কিছু পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

Monday, April 24

হাওরে ১২৭৬ মেট্রিক টন মাছ নষ্ট, হাঁস মরেছে ৩৮৪৪টি: মৎস্য সচিব

 


হাওরে ভেসে উঠছে মরা মাছ

দেশের বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে হাওর প্লাবিত হওয়ায় মোট এক হাজার ২৭৬ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে এবং তিন হাজার ৮৪৪টি হাঁস মারা গেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান।

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দফতরে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সভা শেষে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেন, ‘বন্যায় দুই লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। যেখান থেকে ছয় লাখ মেট্রিক টন চাল পাওয়া যেতো। তবে এতে আমাদের খাদ্য ঘাটতি হবে না। কারণ, দেশের অন্য অঞ্চলে খাদ্য উৎপাদন বেশি হয়েছে। এছাড়া আউশ এবং আমন চাষে আমরা কৃষকদের প্রণোদনা দেবো। ফলে দেশে খাদ্যে কোনও ঘাটতি থাকবে না।’
 
 

Vision ad on bangla Tribune
হাওরে ১২৭৬ মেট্রিক টন মাছ নষ্ট, হাঁস মরেছে ৩৮৪৪টি: মৎস্য সচিব
বাংলা ট্রিবিউন রিপোর্ট১৪:৫৭, এপ্রিল ২৩, ২০১৭
13.4K

হাওরে ভেসে উঠছে মরা মাছ

দেশের বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে হাওর প্লাবিত হওয়ায় মোট এক হাজার ২৭৬ মেট্রিক টন মাছ নষ্ট হয়েছে এবং তিন হাজার ৮৪৪টি হাঁস মারা গেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খান।

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দফতরে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সভা শেষে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ বলেন, ‘বন্যায় দুই লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। যেখান থেকে ছয় লাখ মেট্রিক টন চাল পাওয়া যেতো। তবে এতে আমাদের খাদ্য ঘাটতি হবে না। কারণ, দেশের অন্য অঞ্চলে খাদ্য উৎপাদন বেশি হয়েছে। এছাড়া আউশ এবং আমন চাষে আমরা কৃষকদের প্রণোদনা দেবো। ফলে দেশে খাদ্যে কোনও ঘাটতি থাকবে না।’

হাওরে ভাসছে মরা মাছ

সভা শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান বলেন, ‘হাওর এলাকায় বিদ্যমান বাঁধগুলো ষাটের দশকের পরিকল্পনায় করা। এবারের বন্য জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে। এবারের ঘটনা থেকে আমরা শিক্ষা নেবো বাঁধগুলো কী পরিমাণ উঁচু করা যায়।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পগুলো উপজেলা পর্যায় থেকে বাস্তবায়ন করা হবে। যা বাস্তবায়ন করবে উপজেলা প্রশাসন।’

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বন্যকবলিত এলাকার মানুষদের সহায়তায় সোমবার থেকে কর্মসূচি শুরু হবে। পরবর্তী একশ’ দিনের জন্য প্রত্যেক পরিবারকে মাসে ত্রিশ কেজি চাল এবং নগদ ৫শ’ টাকা দেওয়া হবে। তিনি এ অকাল বন্যায় হাওর এলাকার ৮৬ শতাংশ বোরো ধানই নষ্ট হয়েছে বলেও জানান।

তিনি আরও বলেন, ‘এ কর্মসূচির আওতায় সুবিধা পাবেন তিন লাখ ত্রিশ হাজার পরিবার। এ সংখ্যা আরও বাড়তে পারে। এ কর্মসূচিতে সরকারের ৩০/৩৫ হাজার মেট্রিক টন চাল এবং ৫০ কোটি টাকার প্রয়োজন। তবে যারা ত্রাণ নেবেন না তাদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল ও ১০ টাকা কেজি দরে নায্যমূল্যে চাল বিক্রি অব্যাহত থাকবে।’


রাজিবপুর ডিগ্রী কলেজ সরকারী হতে হতে যাচ্ছে

 


সরকারীকরণের জন্য চূড়ান্ত হলো ২৮৫ কলেজ সারা দেশের মোট ২৮৫টি বেসরকারি কলেজকে সরকারি করার জন্য চূড়ান্ত করেছে সরকার। এ জন্য ওই সব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত বৃহস্পতিবার মন্ত্রণালয় এক আদেশে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের বরাবর রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) পাঠাতে নির্দেশ দেয়। সব কটি কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সরকারের শীর্ষ পর্যায় থেকে এসব কলেজ সরকারি করতে সম্মতি দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়েছে। এসব কলেজের আত্তীকৃত হওয়া শিক্ষকেরা আপাতত অন্য কলেজে বদলি হতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সূত্র জানায়, বর্তমানে সরকারি কলেজ ৩২৭টি। নতুনগুলো হওয়ার পর মোট সংখ্যা দাঁড়াবে ছয় শতাধিক।

Friday, April 21

আফগানিস্তানে নিহত জঙ্গিদের কয়েকজন বাংলাদেশি

 

আফগানিস্তানে গত সপ্তাহে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ব্যবহৃত একটি সুড়ঙ্গে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় নিহত জঙ্গিদের মধ্যে বাংলাদেশিও রয়েছে বলে জানিয়েছেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।

ওই হামলায় ৯৬ জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেলেও এদের মধ্যে কতজন বাংলাদেশি সে বিষয়ে নিশ্চিত তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে পাওয়া যায়নি।

ডয়েচে ভেল সংবাদমাধ্যম আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ওই হামলায় নিহত জঙ্গিরা পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, রাশিয়া, ভারতসহ আরো বেশ কয়েকটি দেশের নাগরিক।

চলতি মাসের ১৫ তারিখে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগাড়হার প্রদেশের আচিনে একটি মার্কিন বোমারু বিমান থেকে ‘দ্য মাদার অব অল বোম্ব’ নামে পরিচিতি বোমাটি ফেলা হয়। বোমাটির উচ্চতা ৩০ ফুটের বেশি।

পারমাণবিক বোমার বাইরে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমা।

চলতি মাসের ১৮ তারিখে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাদমানিস জানিয়েছেন, হামলায় নিহত অধিকাংশ জঙ্গিই পাকিস্তান, ভারত, ফিলিপাইন এবং বাংলাদেশের নাগরিক।