Showing posts with label শিক্ষা-ক্যাম্পাস. Show all posts
Showing posts with label শিক্ষা-ক্যাম্পাস. Show all posts

Wednesday, April 26

এসএসসির ফল প্রকাশ ৪ মে

 

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৪ মে।
আজ মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আফরাজুর রহমান  বিষয়টি জানিয়েছেন।
আফরাজুর জানান, ৪ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওই দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ বোর্ডের চেয়ারম্যানরা। পরে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই ফল পাওয়া যাবে।
পরে মুঠোফোনে আলাপকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এনটিভি অনলাইনকে জানান, ৪ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেবেন তিনি। দুপুর ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসএসসির ফলের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে।

গত ২ ফেব্রুয়ারি সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। 

Monday, April 24

জাতীয়করণ হচ্ছে আরও ৪২ স্কুল

 
 

নতুন করে আরও ৪২টি মাধ্যমিক স্কুল জাতীয়করণ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিও পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব স্কুল জাতীয়করণ হলে বছরে সরকারের অতিরিক্ত খরচ হবে প্রায় ৩৩ কোটি টাকা। এদিকে ২০১৬-১৭ অর্থবছরে আর কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে না বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।সূত্র জানায়, গত ২১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে ৪২টি স্কুলের জাতীয়করণে অনাপত্তিজ্ঞাপন করে অর্থ মন্ত্রণালয়। শর্ত থাকে যে, জাতীয়করণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম নির্বাচন প্রধানমন্ত্রীর অনুমোদন অনুযায়ী করতে হবে। জাতীয়করণের আদেশ জারির পর অর্থ বিভাগকে অবহিত করতে হবে।
৪২টি স্কুল হলো সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, ধর্মপাশার বাদশাহগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়। ফরিদপুরে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়। খুলনার দিঘলিয়ায় সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়। গাইবান্ধার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী এসএস মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। খাগড়াছড়ির মহালছড়ি উচ্চ বিদ্যালয়, পানছড়ি মডেল উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয় ও মাটিরাংগা মডেল উচ্চ বিদ্যালয়। সাতক্ষীরা শ্যামনগরে নাকিপুর এইচএসসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। রাঙ্গামাটির কাউখালীর পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয় ও বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়। নেত্রকোনার বারহাট্টা সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়, পূর্বধলা জেএম পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের বড়গাছী উচ্চ বিদ্যালয় ও নাচোল খম বালিকা উচ্চ বিদ্যালয়। চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় ও মতলব দক্ষিণের মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়। কক্সবাজারের রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়। চট্টগ্রামের হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়, মীরসরাই মডেল উচ্চ বিদ্যালয় ও বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়। ফেনীর দাগনভূঞার আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয়, সোনগাজী মো. ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও ফুলগাজী পাইলট হাই স্কুল। কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। সিরাজগঞ্জের রায়গঞ্জের বেগনাই বেঘুরী মাধ্যমিক বিদ্যালয়। বগুড়ার নন্দিগ্রামের নন্দিগ্রাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। কুড়িগ্রামের রাজিবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। লালমনিরহাটের হাতিবান্ধা এসএস মডেল হাইস্কুল। পঞ্চগড়ের অটোয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। নীলফামারীর সৈয়দপুরের তুলশীরাম মডেল বালিকা উচ্চ বিদ্যালয়। দিনাজপুরের নবাবগঞ্জের নবাবগঞ্জ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়। যশোরের অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন।

রাজিবপুর ডিগ্রী কলেজ সরকারী হতে হতে যাচ্ছে

 


সরকারীকরণের জন্য চূড়ান্ত হলো ২৮৫ কলেজ সারা দেশের মোট ২৮৫টি বেসরকারি কলেজকে সরকারি করার জন্য চূড়ান্ত করেছে সরকার। এ জন্য ওই সব কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত বৃহস্পতিবার মন্ত্রণালয় এক আদেশে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সচিবের বরাবর রেজিস্ট্রি করা দানপত্র দলিল (ডিড অব গিফট) পাঠাতে নির্দেশ দেয়। সব কটি কলেজের অধ্যক্ষ, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) এ নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সরকারের শীর্ষ পর্যায় থেকে এসব কলেজ সরকারি করতে সম্মতি দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেগুলোতে একটি করে কলেজ সরকারি করার পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত হয়েছে। এসব কলেজের আত্তীকৃত হওয়া শিক্ষকেরা আপাতত অন্য কলেজে বদলি হতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সূত্র জানায়, বর্তমানে সরকারি কলেজ ৩২৭টি। নতুনগুলো হওয়ার পর মোট সংখ্যা দাঁড়াবে ছয় শতাধিক।

Friday, April 21

নম্বর বেশি দেয়ার জন্য 'নোংরা' প্রলোভন

 

যার কাছ থেকে শিখবে শালীনতা, সেই তিনিই হলেন দম্পট-চরিত্রহীন। এরপর ক্লাসে যা হওয়ার তাই হলো। কোনো ভুল হলেই শিক্ষার্থীদের নামের পরিবর্তে ডাক দিতেন অশালীন নামে। অধিকাংশই যৌনতা সম্পর্কিত। মেয়েদের ‘ভার্জিন’ বলে ডাকতেই নাকি পছন্দ করতেন। তবে এখানেই থেমে থাকেননি। ছাত্রীদের পরামর্শ দিয়েছিলেন, ‘ক্লিভেজ দেখিয়ে ক্লাসে ঢুকলে নম্বর বেশি পাবে। ’ ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ইয়র্কশায়ারে। ইতিমধ্যে ওই ‘কীর্তিমান’ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে জাতীয় শিক্ষা প্যানেলে।

সেখানে ছাত্রীদের অভিযোগ, ৫৭ বছরের ওই শিক্ষক বিভিন্ন সময়ে তাদের অশালীনভাবে স্পর্শ করেন। কথায় কথায় ছোঁয়ার চেষ্টা করেন। প্রকাশ্যেই ‘ছোট ড্রেস পরে ক্লাসে’ আসতে বলেন। সম্প্রতি পরীক্ষার আগে তিনি ছাত্রীদের বলেন, ‘পরীক্ষার হলে ক্লিভেজ দেখিয়ে বসলে, নম্বর বেশি পাবে। ’

অভিযোগ পেয়ে তা খতিয়ে দেখে প্যানেল। সব অভিযোগই সত্য বলে প্রমাণিত হয়েছে। আপাতত বরখাস্ত করা হয়েছে স্কুলের ওই শিক্ষককে। যদিও অভিযুক্ত শিক্ষকের দাবি, তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে। উল্টো ওই শিক্ষার্থীদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।