Wednesday, April 26

বাসে অতিরিক্ত ভাড়া দাবী করছে?


 

যারা গণপরিবহণে যাতায়াত করেন তাদের জন্য.....

বাসে অতিরিক্ত ভাড়া দাবী করছে?
স্টুডেন্ট ভাড়া নিচ্ছেনা, উল্টো খারাপ ব্যাবহার করছে?
'মহিলা সিট নাই' বলে মহিলাদের বাসে উঠতে দিচ্ছে না?
'সিটিংবাস' নাম ভাঙ্গিয়ে গাড়িতে উঠতে দিচ্ছে না?
সরকার নির্ধারিত ভাড়ার চার্ট বাসে দেখা যাচ্ছে না?
অতিরিক্ত যাত্রী বোঝাই?
লেগুনার পিছনে মানুষ ক্যাঙ্গারুর মতো ঝুলছে?
পুরনো লক্কড়ঝক্কড় মুড়িরটিন বাস রাস্তায় নামিয়েছে?

02-9568399 এই সরকারী হেল্পলাইন নম্বরটিতে ফোন করে তাৎক্ষণিক অভিযোগ জানান।

দীর্ঘদিন যাবৎ গণপরিবহন খাতে যে সীমাহীন নৈরাজ্য চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। সরকার একা কিছুই করতে পারবেনা, আপনারা যদি প্রতিবাদী না হোন! মাননীয় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী Obaidul Quader Sir কে এমন সময়োপযোগী সিদ্ধান্ত এবং এই খাতে নৈরাজ্য নির্মূলে সাহসী কিছু পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

No comments:

Post a Comment