Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Tuesday, January 5

কমিটি না থাকা সত্যেও সোলায়মান এর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কোনাবাড়ী থানা ছাত্রলীগ ।

 

কমিটি না থাকা সত্যেও সোলায়মান এর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কোনাবাড়ী থানা ছাত্রলীগ ।

সুজন মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ । সারা দেশের ন্যায় গাজীপুরের কোনাবাড়ীতেও যাগ যমক করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কোনাবাড়ী থানা ছাত্রলীগ । সকাল ৯ টার দিকে পতাকা উত্তোলন করা হয়, এরপর একটি আনন্দ রেলি বের করে শহরের মেইন পয়েন্ট গুলোতে প্রদক্ষিণ করে কোনাবাড়ী বাস স্টোপে এসে সংক্ষিপ্ত আলোচনা করেন ।কোনাবাড়ী থানা ছাত্রলীগের কমিটি না থাকা সত্যেও এতো সুন্দর ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে যেটা সত্যি প্রশংসার দাবি দার যারা এর পিছনে প্ররিশ্রম করেছে এমনটিই বলে প্রশংসা করেছেন আওয়ামিলীগের নেতা কর্মীরা। প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামিলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব আক্কাছ আলী, সদস্য খলিলুর রহমান আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জনাব সোলায়মান হোসাইন ও শেখ জাহাঙ্গীর সহ আরো অনেকেই । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোলায়মান হোসাইন। এছাড়াও অঙ্গসংগঠনের বিশেষ ব্যক্তিরা ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সারাদেশের ন্যায় রাজিবপুর উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



সারাদেশের ন্যায় রাজিবপুর উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ । সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজিবপুরেও সুষ্ঠ স্বাভাবিক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজিবপুর উপজেলা ছাত্রলীগ । সকাল ৯ টার দিকে পতাকা উত্তোলন করা হয়, এরপর একটি আনন্দ রেলি বের করে উপজেলা শহর প্রদর্শন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা করেন । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয় । প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা জনাব আব্দুল হাই কমান্ডার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিউল আলম, সাধারণ সম্পাদক, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইদুল রহমান, সভাপতি, মোঃ মেহেদী হাসান তারেক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ রাজিবপুর উপজেলা শাখা । আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান সাইদুর , সভাপতি ও মোঃ জুয়েল রানা , সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ রাজিবপুর ইউনিয়ন শাখা । এছাড়াও অঙ্গসংগঠনের বিশেষ ব্যক্তিরা ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

Saturday, April 29

জনগনের কাছে দুই দল


 

দেশের প্রধান দুই বড় রাজনৈতিক দল একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলকে শক্তিশালী করতে সাংগঠনিক সফর শুরু করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এ বছরের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিকভাবে সমাবেশ করছে। তবে মার্চে দলটি বৃহৎভাবে কর্মসূচি নিয়ে মাঠে নামে। দলের হাইকমান্ডও বেশ কয়েকটি সমাবেশে দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য দলীয় নেতাদের প্রতি নিদের্শনা দিয়েছেন। দলীয় সভাপতি হয়ে নৌকার পক্ষে ভোটও চেয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, জনগণ নির্ভর একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিততে হলে আওয়ামী লীগকে জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে যাওয়া ছাড়া কোনও বিকল্প চিন্তা নাই। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্যে আওয়ামী লীগকে জনগণের আস্থা ও ভালবাসা দুটোই অর্জন করতে হবে বলেও মনে করেন তিনি। আব্দুর রহমান বলেন, আওয়ামী লীগ ২০তম জাতীয় কাউন্সিলের পর থেকেই বর্তমান কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিসবাহ্ উদ্দিন সিরাজ অ্যাডভোকেট বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী। আগামী নির্বাচনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। নিয়মিতভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে। জানা যায়, দলের সিনিয়র নেতাদেরসহ আটজন সাংগঠনিক সম্পাদককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দলকে আগামী নির্বাচনমুখি করার জন্য। তৃণমূলের পছন্দের প্রতিফলন যেন তাদের রিপোর্টে ওঠে আসে এ দিকে বিশেষ নজর দেওয়ারও নির্দেশনা রয়েছে বলে জানা যায়। অন্যদিকে, জনসমর্থন থাকলেও মাঠের রাজনীতির বাইরে চলে যাওয়া বিএনপি ঘুরে দাঁড়াতে ৫১টি টিমের মাধ্যমে সম্প্রতি সাংগঠনিক সফর শুরু করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি জানিয়েছেন, দলের তৃণমূল নেতাকর্মীদের চাঙ্গা করতে এ টিমগুলো কাজ করবে। দলের সিনিয়র নেতাদের নেতৃত্বে এ টিমগুলো সাংগঠনিকভাবে সফর করবে। সারাদেশে বিএনপির ৭৫টি রাজনৈতিক জেলায় এই ৫১টি টিমের নেতারাকর্মী সভায় অংশ নেবে। জেলার দায়িত্ব পাওয়া টিমগুলো হচ্ছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও মানিকগঞ্জ, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ এবং মহানগর, মির্জা আব্বাস বরিশাল উত্তর ও দক্ষিণ এবং মহানগর, গয়েশ্বর চন্দ্র রায় রাজশাহী জেলা ও মহানগর, ড. আব্দুুল মঈন খান নোয়াখালী ও লক্ষ্মীপুর, নজরুল ইসলাম খান রংপুর ও মহানগর, আমীর খসরু মাহমুদ চৌধুরী সিলেট মহানগরে কর্মিসভা করবেন। ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ, অধ্যাপক এম এ মান্নান নারায়ণগঞ্জ ও মহানগর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ নীলফামারী ও লালমনিরহাট, চৌধুরী কামাল ইবনে ইউসুফ রাজবাড়ী ও গোপালগঞ্জ, আলতাফ হোসেন চৌধুরী ঝালকাঠী, সেলিমা রহমান নেত্রকোনা ও কিশোরগঞ্জ, মোহাম্মদ শাহজাহান মৌলভীবাজার ও হবিগঞ্জ, মীর মো. নাসিরউদ্দিন চাঁদপুর ও কক্সবাজার, খন্দকার মাহবুব হোসেন ঢাকা, মেজর (অব.) রুহুল আলম চৌধুরী কুড়িগ্রাম, ইনাম আহমেদ চৌধুরী শেরপুর, আমিনুল হক চাঁপাইনবাবগঞ্জ, আব্দুুল আউয়াল মিন্টু কুমিল্লা উত্তর ও ব্রাক্ষণবাড়ীয়া, ডা. এ জেড এম জাহিদ হোসেন সিরাজগঞ্জ ও পাবনা, শামসুজ্জামান দুদু কুমিল্লা দক্ষিণ ও বান্দরবান, আহমেদ আজম খান জামালপুর ও শরীয়তপুর, জয়নাল আবেদীন গাজীপুর, নিতাই রায় চৌধুরী বরগুনা, শওকত মাহমুদকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কর্মিসভা করার দায়িত্ব দেয়া হয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান টাঙ্গাইল, মিজানুর রহমান মিনু পঞ্চগড় ও ঠাকুরগাঁও, আবুল খায়ের ভূঁঁইয়া মাগুরা, জয়নুল আবদিন ফারুক জয়পুরহাট, অধ্যাপক জয়নাল আবেদীন ঝিনাইদহ, মনিরুল হক চৌধুরী মেহেরপুর, ফজলুর রহমান নরসিংদী, হাবিবুর রহমান হাবিব পটুয়াখালী, আতাউর রহমান ঢালী ফেনী, নাজমুল হক নান্নু ফরিদপুর, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খুলনা ও মহানগর, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন মাদারীপুর, মজিবুর রহমান সারোয়ার ভোলা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যশোর, খায়রুল কবির খোকন নাটোর, হাবিবউন নবী খান সোহেল বগুড়া ও গাইবান্ধা, হারুন অর রশীদ নওগাঁ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন মুন্সিগঞ্জ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাগেরহাট ও চুয়াডাঙ্গা, নজরুল ইসলাম মঞ্জু নড়াইল, আসাদুল হাবিব দুলু দিনাজপুর ও সৈয়দপুর, ডা. সাখাওয়াত হাসান জীবন সুনামগঞ্জ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন পিরোজপুর, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাতক্ষীরা ও ঝিনাইদহ জেলা, মশিউর রহমান কুষ্টিয়া জেলায় কর্মিসভা করার দায়িত্ব পেয়েছেন

Monday, April 24

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গুরুত্বপূর্ণ সাতটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে।


 


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গুরুত্বপূর্ণ সাতটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান রোববার দিবাগতs রাতে নতুন সাত কমিটির অনুমোদন দিয়েছেন।ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কুড়িগ্রাম জেলা শাখা সভাপতি আমিমুল ইহছান, সিনিয়র সহসভাপতি শাহ মো. আল-আমীন, সহসভাপতি মো. সদরুল আলম জামিল, মো. হাবিবুর রহমান রুবেল, মো. শামীম ইসলাম খন্দকার ও আব্দুল্লাহ আল ফারুক মিলন, সাধারণ সম্পাদক মো. হাসান জোবায়ের হিমেল, যুগ্ম সম্পাদক মো. রাকিবুল ইসলাম বকসি রকি, রাশেদুল ইসলাম কাজল, মো. সারোয়ার হোসেন শাওন, মো. সোহেল রানা, রাব্বি ইসলাম বাঁধন ও সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন।কমিটি ঘোষণার পর বিপ্লবী সাধারণ সম্পাদক হাসান জবাবের, হিমেল বলেন দেশেনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পালন করার চেষ্টা করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়াকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে কুড়িগ্রাম জেলা বিএনপি ও ছাত্রদলের সহ সকলের কাছে দোয়া ও সহযোগিতা চান ।

Friday, April 21

চট্টগ্রামে সংঘর্ষ: ছাত্রলীগের বিরুদ্ধে মামলা

 

চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণের প্রতিবাদে ঘেরাও কর্মসূচিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা দায়ের হয়েছে।

কোতোয়ালী থানায় এই দুই মামলার একটির বাদী পুলিশ অপরটির বাদী সুইমিং পুলের ঠিকাদার প্রতিষ্ঠান। মঙ্গলবার রাতে মামলা দুটি দায়ের করা হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। এতে নগর ছাত্রলীগ সভাপতি ইমু, সাধারণ সম্পাদক রনিসহ ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এই মামলায় বলা হয়েছে মঙ্গলবার আউটার স্টেডিয়াম এলাকায় রাষ্ট্রীয় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীর কাজে বাধা দেয়া হয়েছে। পাশাপাশি হামলার ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

নগর ছাত্রলীগের সভাপতি ইমু ও সাধারণ সম্পাদক রনি


নির্মাণাধীন সুইমিং পুল এলাকায় ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের ব্যবস্থাপক। এ মামলায়ও ইমু ও রনিসহ ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

এই মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণ সামগ্রী ও নিরাপত্তা বেষ্টনি ভেঙে আর্থিক ক্ষতি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে নির্মাণাধীন সুইমিং পুল বন্ধের দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় নগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে দুই পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, সুইমিংপুলের নির্মাণ কাজে হামলা চালাতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে দুই পুলিশও ইটের আঘাতে আহত হয়েছেন।

এদিকে পুলিশি হামলার প্রতিবাদে আজ বুধবার বিকালে নগরীর শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সভার ডাক দিয়েছে নগর ছাত্রলীগ।