![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlYbWY5uhUqPMgwYlE6cM4OUTCOZcPtZ9QaLYB5V_3sosG_89LBWOVt9QR5fP5myrFkXQz9A1H7r4Lh2BTKggwOOhMuOyi-DrACjKtrAiKdjhWDxhFrjiK9mS94zlscVNWrUFnHDjfY9fT/s400/18034596_1014579918674879_545739902_n.jpg)
অভিনয়ের পরিমাণ খানিকটা কমিয়ে
দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য
অভিনেতা এ টি এম শামসুজ্জামান।
বর্তমানে তিনি দুটি ধারাবাহিকে
অভিনয় করছেন। পাশাপাশি নতুন আরও
একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু
করেছেন তিনি। নাটকের নাম ‘মহাগুরু’।
নাটকটি নির্মাণ করছেন কায়সার
আহমেদ।
‘মহাগুরু’ নাটকে এবার এ টি এম
শামসুজ্জামানকে ভণ্ডপীরের চরিত্রে
দেখা যাবে। কায়সার আহমেদ বলেন, ‘যে
চরিত্রটিতে এ টি এম স্যার অভিনয়
করছেন তা তিনি ছাড়া অন্য কেউ এত
চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারতেন না।
তাই তাকে নিয়েই কাজটি করেছি।
ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার শুরু
হয়েছে। সপ্তাহের প্রতি রবি ও সোমবার
রাত ৯টা ৫ মিনিটে প্রচার হয়।
No comments:
Post a Comment