![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTSRqd04hZttV9iylUWvY0UARTAavuKqi6hNrN_8b5DHVWjZo_QSkS5I4hEvvI8DdwfNBVoe6Y-11FozGAK-X3p9_wAro1RAR7TkdTbvZGcN1y3Tw0NZnfUOXHjxaTW7YAbkqN29GjfigD/s400/82402.jpeg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এয়ারলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান নভোএয়ার লিমিটেড। ‘এক্সিকিউটিভ- হিউম্যান রিসোর্সেস’ এবং ‘অ্যাসিস্টেন্ট ম্যানেজার- হিউম্যান রিসোর্সেস’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
এক্সিকিউটিভ- হিউম্যান রিসোর্সেস
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি মানবসম্পদ ব্যবস্থাপনায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রিসম্পন্ন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও কথা বলায় পারদর্শী হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
অ্যাসিস্টেন্ট ম্যানেজার- হিউম্যান রিসোর্সেস
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মানবসম্পদ ব্যবস্থাপনায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রিসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন করার ঠিকানা ‘নভোএয়ার লিমিটেড, হাউজ-৫০, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩’। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৫ মার্চ, ২০১৭ পর্যন্ত।
এক্সিকিউটিভ- হিউম্যান রিসোর্সেস
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি মানবসম্পদ ব্যবস্থাপনায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রিসম্পন্ন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ও কথা বলায় পারদর্শী হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
অ্যাসিস্টেন্ট ম্যানেজার- হিউম্যান রিসোর্সেস
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মানবসম্পদ ব্যবস্থাপনায় পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রিসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন করার ঠিকানা ‘নভোএয়ার লিমিটেড, হাউজ-৫০, রোড-১১, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩’। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ১৫ মার্চ, ২০১৭ পর্যন্ত।
No comments:
Post a Comment