![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw0UorxzSvAHiKqu58mpu9Yf3kOTr34L8dVq-LYuFj6YWzCJl1MP9bJjJ-dQ5aiOrrqF9R9yQyMnfJrRMu3vOMnHltehbCloNfTRKeQDO0iH871s6rnk4dipYx5ZpbgUYDDwmaQgIuA2Kd/s400/Thunder%252BBolt.jpg)
এর মধ্যে সন্দ্বীপে নিহতরা হলেন- সানাউল্লাহ শামীম (৩৩) ও মো. দিদার (৪০)। এদের মধ্যে শামীম কালাপানিয়া ইউনিয়নের আবদুল বাতেনের ছেলে। আর দিদার একই ইউনিয়নের নিজাম উদ্দিনের ছেলে।
সন্দ্বীপ থানার ওসি মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেড়া নিয়ে চর থেকে ফেরার সময় বজ্রপাতে দিদারের মৃত্যু হয়।
“অন্যদিকে গরু নিয়ে বাড়ি ফিরে গোয়ালঘরে বাঁধতে গিয়েছিলেন শামীম। এসময় বজ্রপাতে তিনি মারা যান, গরুটিরও মৃত্যু হয়।”
এদিকে বজ্রপাতে ফটিকছড়ি উপজেলায় মারা গেছেন এক গৃহবধূ।
নিহত নূর বানু (৪০) উপজেলার ভুজপুর ইউনিয়নের আমতলি গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী।
ভুজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে ঘরের বাইরে উঠানেই ছিলেন নূর বানু। সেখানেই তিনি বজ্রাহত হন।
পরে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেন জানান তিনি।
No comments:
Post a Comment