Saturday, May 15

তারুণ্যের প্রতীক রোকন উদ দৌলা অনলাইনে প্রশংসার জোয়ারে ভাসছেন


তারুণ্যের প্রতীক রোকন উদ দৌলা অনলাইনে প্রশংসার জোয়ারে ভাসছেন

সম্প্রতি মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড এর কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত "সাংগঠনিক সম্পাদক" নির্বাচিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনলাইনে প্রশংসার জোয়ারে ভাসছেন, তাকে নানান শ্রেণীর মানুষ অভিনন্দন জানিয়েছেন। তারুণ্যের প্রতীক রোকন উদ দৌলা। তিনি দেশ জাতি বিশেষ করে মুক্তি যুদ্ধের চেতনায় সকলকে উদবুদ্ধ করে আসছেন। গরীব দুঃখী এবং পথ শিশুদের জীবন মানে উন্নয়নে অসহায় দরিদ্র মানুষের ও পথশিশুদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। দুর্নীতি ও অপশক্তির বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তার অবস্থান, সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও আওয়াজ তুলেছেন। রোকন উদ দৌলা এক তারুণ্যের নাম তারুণ্যের আইডল। একজন পরিছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই তরুণ নেতার স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সকলকে উদ্বুদ্ধ করা।

রাজিবপুর-রৌমারীতে ড্রেজার মেশিন ও ট্রাক্টরের মহা উৎসব


 রাজিবপুর-রৌমারীতে ড্রেজার মেশিন ও ট্রাক্টরের মহা উৎসব
কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারী উপজেলায় প্রতিনিয়ত বেড়েই চলছে ট্রাক্টর দুর্ঘটনার সংখ্যা । এ বছরের শুরুর কয়েক মাসের মধ্যেই ৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে । এছাড়া অনেকে দুর্ঘটনায় আহত হয়েছেন । নদীর বিভিন্ন স্থান অবৈধভাবে মাটি উত্তোলন কোনভাবেই যেন ঠেকানো যাচ্ছে না । একদিকে যেমন ট্রাক্টর এর মাধ্যমে মাটি উত্তোলন করা হচ্ছে, ঠিক তেমনি ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধ মাটি উত্তোলন করা হচ্ছে । অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা হলেও কোনোভাবেই তা থামানো যাচ্ছে না । অন্যদিকে ট্রাক্টর এর মাধ্যমে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে দেখা যায়নি । কিছুদিন আগে স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে বিভিন্ন ধরনের নিউজ করতে থাকে । একপর্যায়ে ড্রেজার মেশিনের সংখ্যা কমে গেলেও অতঃপর পর্যায়ক্রমে এটি আগের চেয়েও বেড়ে যায় । একইভাবে বাড়তে থাকে ট্রাক্টর এর মাধ্যমে মাটি উত্তোলন । অনেকে তো সরকারি কাজের কথা বলে অবৈধভাবে মাটি উত্তোলন করেই যাচ্ছে । প্রতিটি এলাকায় বেড়ে যায় ট্রাক্টরের সংখ্যা এবং অবৈধভাবে মাটি উত্তোলনের নিত্যনতুন পদ্ধতি । যা প্রশাসনের নাকের ডগায় হলেও এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি । ট্রাক্টর গুলোর অধিকাংশ লাইসেন্স বিহীন এবং চালকরা প্রায় সকলেই অদক্ষ । সর্বশেষ গত ৯ মার্চ মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে রৌমারীর বন্দবের ইউনিয়নে ট্যাক্টর (কাকড়ার) দুর্ঘটনায় দুর্জয় হোসাইন নামের এই কিশোরের মৃত্যুর খবর পাওয়া যায় । এর পরেই শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের আলোচনা, সমালোচনা । এলাকাবাসীর প্রশ্ন, এমন অবস্থায় প্রশাসন কেন নীরবতা পালন করছে ? এতগুলো দুর্ঘটনা হওয়ার পরেও কেন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না ? অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ও কমেন্ট করে বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছে । দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ এবং ঘাতক ট্রাক্টর ড্রাইভার ও মালিকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে । এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের কাছে অভিযোগ আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে । প্রশাসন থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক্টর বন্ধের কথা বলা হলেও কয়েকদিনের মধ্যে আবার আগের অবস্থায় ফিরে যায় । ট্রাক্টর ও ড্রেজার মেশিনের বিষয়ে কথা বলার জন্য রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় ।

তারুণ্যের প্রতীক রোকন উদ দৌলা অনলাইনে প্রশংসার জোয়ারে ভাসছেন


সম্প্রতি মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড এর কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত "সাংগঠনিক সম্পাদক" নির্বাচিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনলাইনে প্রশংসার জোয়ারে ভাসছেন, তাকে নানান শ্রেণীর মানুষ অভিনন্দন জানিয়েছেন। তারুণ্যের প্রতীক রোকন উদ দৌলা। তিনি দেশ জাতি বিশেষ করে মুক্তি যুদ্ধের চেতনায় সকলকে উদবুদ্ধ করে আসছেন। গরীব দুঃখী এবং পথ শিশুদের জীবন মানে উন্নয়নে অসহায় দরিদ্র মানুষের ও পথশিশুদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। দুর্নীতি ও অপশক্তির বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তার অবস্থান, সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও আওয়াজ তুলেছেন। রোকন উদ দৌলা এক তারুণ্যের নাম তারুণ্যের আইডল। একজন পরিছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এই তরুণ নেতার স্বপ্ন মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সকলকে উদ্বুদ্ধ করা।

Friday, April 2

দেশান্তর.কম মার্চ মাসের সেরাপ্রতিনিধি ঘোষণা

 

দেশান্তর.কম মার্চ মাসের  সেরাপ্রতিনিধি ঘোষণা
  

২০২০ সালে মার্চ মাসের ৩ তারিখে বাংলাদেশ মানবাধিকার কমিশন – BHRC বরিশাল সদর এর সহ-তথ্য সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা -BJDO এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এর হাত ধরে দেশান্তর. কম এর যাত্রা শুরু।ইতি মধ্যে দেশের অধিকাংশ জেলা উপজেলা প্রতিনিধিদের সমন্বয়ে দেশান্তর. কম অনলাইনে নিউজ প্রকাশিত হয়ে আসছে। দেশান্তর.কম ২০২১ সালের মার্চ মাসের সেরা প্রথম প্রতিনিধি নির্বাচিত হলেন মোঃ রবিউল ইসলাম রৌমারী উপজেলা প্রতিনিধি তিনি (রৌমারীতে সাপের কামড়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু) এই শিরোনামের নিউজ এর কারণে সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন দ্বিতীয় মোঃ নাজমুল ইসলাম রাজিবপুর উপজেলা প্রতিনিধি তিনি (রাজিব পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু)এই শিরোনামের নিউজ এর কারণে সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তৃতীয় হয়েছেন লেখক হাবিবুর রহমান (ছাত্রলীগ এতিমের সংগঠন নয়) এই শিরোনামের জন্য সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। দেশান্তর. কম এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। শুভেচ্ছান্তে সম্পাদক মোঃ রবিউল ইসলাম দেশান্তর.কম, প্রকাশক মোহাম্মদ আবির ইসলাম,সিনিয়র বার্তা সম্পাদক মোঃ জামিল চৌধুরী ,দেশান্তর.কম , সহ -বার্তা সম্পাদক মোঃ নাজমুল ইসলাম

Tuesday, January 5

অনলাইনে প্রশংসার জোয়ারে ভাসছেন তারুণ্যের প্রতীক রোকন উদ দৌলা

 

অনলাইনে প্রশংসার জোয়ারে ভাসছেন তারুণ্যের প্রতীক রোকন উদ দৌলা

সম্প্রতি মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড এর কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনলাইনে প্রশংসার জোয়ারে ভাসছেন, তাকে নানান শ্রেণীর মানুষ অভিনন্দন জানিয়েছেন। অনেকে তাকে নিয়ে কবিতা লিখেছেন।

 ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (ডুয়েট) 
 "এ কিউ জিলানী" 
একটি কবিতা লিখেছেন।

      "আদর্শের সৈনিক"

        এ কিউ জিলানী

হায়াতে হেফাজতে রাখো
তারে মাওলা 
তারুণ্যের প্রতীক এখন 
রোকন উদ দৌলা। 

সমাজনীতি বদলাতে ঝরায়
সে তার ঘাম 
যোগ্য বলে পেলো সে 
নৈতিকতার দাম।

সত্য ন্যায়ের মর্যাদা আছে 
সে-তো জানি
কষ্ট করলে কেষ্ট মেলে 
গুণিজনের বাণী। 

মিথ্যা অন্যায় করে 
সে কোতল
নীতি আর আদর্শে পথ
চলে অটল। 

সমাজের সুপথ খোঁজ 
করে দৈনিক 
সত্য ন্যায়ের সংগ্রামে সে
নির্ভীক সৈনিক। 

সমাজের অনিয়ম করে 
সে ছিন্ন 
আছে মেধা আর শিক্ষায়
বলিষ্ঠ চিহ্ন। 

চলনে বলনে অভিজ্ঞতা
অর্জিত 
সে নম্র ভদ্র ব্যবহারটা
মার্জিত। 

যারা রাস্তায় ফুটপাতে রাত্রি 
করে যাপন 
অসহায় পথশিশুর করে
সে আপন। 

মানবতার ফেরিওয়ালা করে
সে আত্মত্যাগ 
দুঃখটাকে ছুঁড়ে ফেলে সুখটাকে
করে ভাগ। 

জনতার পক্ষে সে-তো ঘৃণা 
করে দুর্নীতি,
এই সমাজে করতে চায় সে 
পরিছন্ন রাজনীতি।


 তারুণ্যের প্রতীক রোকন উদ দৌলা  জামালপুরের সন্তান। তিনি দেশ জাতি  বিশেষ করে মুক্তি  যুদ্ধের চেতনায় সকলকে উদবুদ্ধ করে আসছেন।  গরীব দুঃখী এবং পথ শিশুদের জীবন মানে উন্নয়নে অসহায় দরিদ্র মানুষের ও পথশিশুদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন।
 দুর্নীতি ও অপশক্তির বিরুদ্ধে  ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তার অবস্থান,
 সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও আওয়াজ তুলেছেন। 
রোকন উদ দৌলা এক তারুণ্যের নাম তারুণ্যের আইডল। 
একজন পরিছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। 

তার সাথে এক আলাপচারিতায় তিনি বলেন, বাংলাদেশে এখনও ১২ লক্ষ পথশিশু আকাশের নিচে রাত্রিযাপন করে, তাদের পূর্ণবাসন করা জরুরি তারাও বাংলাদেশের নাগরিক তাদের সঠিক নাগরিক অধিকার এবং  তাদের সঠিক নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে সুশিক্ষায়, সুনাগরিক এ পরিণত করা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা।
 বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাংলার বুকে কেউ না খেয়ে থাকবে না। কেউ না খেয়ে ঘুমাবে না।
 সঠিক নাগরিক অধিকার পাবে বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র তৈরি হবে সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া আমার একমাত্র লক্ষ্য। 
এই তরুণ নেতার স্বপ্ন বাংলার আপামর সাধারণ মানুষের ও পথ শিশুদের জীবনমান উন্নয়ন হবে বলে আমরা আশা রাখি।

কমিটি না থাকা সত্যেও সোলায়মান এর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কোনাবাড়ী থানা ছাত্রলীগ ।

 

কমিটি না থাকা সত্যেও সোলায়মান এর নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কোনাবাড়ী থানা ছাত্রলীগ ।

সুজন মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ । সারা দেশের ন্যায় গাজীপুরের কোনাবাড়ীতেও যাগ যমক করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কোনাবাড়ী থানা ছাত্রলীগ । সকাল ৯ টার দিকে পতাকা উত্তোলন করা হয়, এরপর একটি আনন্দ রেলি বের করে শহরের মেইন পয়েন্ট গুলোতে প্রদক্ষিণ করে কোনাবাড়ী বাস স্টোপে এসে সংক্ষিপ্ত আলোচনা করেন ।কোনাবাড়ী থানা ছাত্রলীগের কমিটি না থাকা সত্যেও এতো সুন্দর ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে যেটা সত্যি প্রশংসার দাবি দার যারা এর পিছনে প্ররিশ্রম করেছে এমনটিই বলে প্রশংসা করেছেন আওয়ামিলীগের নেতা কর্মীরা। প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামিলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব আক্কাছ আলী, সদস্য খলিলুর রহমান আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী জনাব সোলায়মান হোসাইন ও শেখ জাহাঙ্গীর সহ আরো অনেকেই । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সোলায়মান হোসাইন। এছাড়াও অঙ্গসংগঠনের বিশেষ ব্যক্তিরা ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সারাদেশের ন্যায় রাজিবপুর উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন



সারাদেশের ন্যায় রাজিবপুর উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ জাহিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ । সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজিবপুরেও সুষ্ঠ স্বাভাবিক ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজিবপুর উপজেলা ছাত্রলীগ । সকাল ৯ টার দিকে পতাকা উত্তোলন করা হয়, এরপর একটি আনন্দ রেলি বের করে উপজেলা শহর প্রদর্শন করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা করেন । প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয় । প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা জনাব আব্দুল হাই কমান্ডার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শফিউল আলম, সাধারণ সম্পাদক, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগ । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইদুল রহমান, সভাপতি, মোঃ মেহেদী হাসান তারেক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ রাজিবপুর উপজেলা শাখা । আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান সাইদুর , সভাপতি ও মোঃ জুয়েল রানা , সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ রাজিবপুর ইউনিয়ন শাখা । এছাড়াও অঙ্গসংগঠনের বিশেষ ব্যক্তিরা ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন ।

Tuesday, February 5

মাদক জোয়া ও জঙ্গী মুক্ত এলাকা দাবী ও মিছিল জামালপুরে

মাদক জোয়া ও জঙ্গী মুক্ত এলাকা দাবী ও  মিছিল জামালপুরে

মাদক জোয়া ও  জঙ্গী মুক্ত সমাজ গড়ার লহ্মে অাজ সন্ধা ৭.৩০ মিনিটে জামালপুর বাঘার চরের সাধারন মানুষ মাদক জোয়া ও  জঙ্গী বিরোধী মিছিল করে বাঘার চরের সাধারন মানুষ। মিছিলে উপস্থিত ছিলেন জামালপুর জেলা মাদক বিরোধী অান্দোলনের সাধারন সম্পাদক অধ্যহ্ম স্বপ্ন মিয়া, রোমান মেম্বার ইউ,পি ডাংধরা। রোকন উদ দৌলা মুখ পাত্র বাংলাদেশ এ্যাডিশন ফাউন্ডেশন। জালাল সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ ডাংধরা ইউনিয়ন শাখা। হারুন বাংলাদেশ যুবলীগ। মাদকাসক্তি অামাদের সমাজের অভ্যাসগত চেতনা উদ্রেককারী দ্রব্যে। যা মানসিক ও নৈতিক অবক্ষয়ের দিকে সমাজকে ধাবিত করে এবং সমাজে ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি করে। অাসুন নেশাকে না বলি।

Wednesday, November 21

ঢাকা মহানগর মুক্তির ডাক বাংলাদেশ এর সাধারন সম্পাদক নির্বাচিত করায় রোকন উদ দৌলা কে অভিনন্দন



ঢাকা মহানগর মুক্তির ডাক বাংলাদেশ এর সাধারন সম্পাদক নির্বাচিত করায় রোকন উদ দৌলা ভাই অভিনন্দন












Tuesday, October 10

প্রিয় মুক্তাঞ্চলবাসির প্রতি ""খোলা চিঠি" | ইতিহাস বাচাও,মুক্তাঞ্চল বাচাও,নদী ভাঙন ঠেকাও, এই স্লোগানে আগুয়ান হও - Mnf Bitdut Sarkar

 


"সময় গেলে সাধন মিলবে না"
প্রিয় মুক্তাঞ্চলবাসির প্রতি ""খোলা চিঠি"
ইতিহাস বাচাও,মুক্তাঞ্চল বাচাও,নদী ভাঙন ঠেকাও, এই স্লোগানে আগুয়ান হও,
#চলো_চলো #ঢাকা_চলো ঠিকানা এবার মানবতার #মা

সত্যি বলতে দেশ স্বাধীনতা লাভের পর যতো সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে সব আমলেই আমরা অধিকার বঞ্চিত হয়ে আসছি অঞ্চলের সুবিধা বাদি কিছু নেতার কারনে। আমাদের টাকায় আমাদের উন্নয়ন হয়নি,হয়েছে অন্য অঞ্চল বা ব্যক্তি বিশেষদের।রাজিবপুর,রৌমারী দেশের গরিব অঞ্চল।(দেওয়ানগঞ্জ বাজেট এর অন্তর্ভুক্ত) সব চেয়ে বড় সমস্যা নদী ভাঙন।আর এই সমস্যা এখন ব্যাবসায় পরিণত হয়েছে,নদী ভাঙন রোধ করার জন্য অতীতে যেঁ ছোট ছোট বাজেট সরকার দিয়েছিল ,সেই টাকার ভাগ নিয়ে নেতা কর্মীদের মারামারি অনেক হয়েছে।অনেক সার্কাস নাটক হয়েছে,নেতা কর্মীদের গরিবদের প্রতি মিথ্যা প্রেম দেখে,আমাদের চোখ এখন অশ্রু সিক্ত তাই কান্না বন্ধ করতে চাই,আসুন অশ্রু মুছে ফেলি।৭২৯ কোটি টাকার যেঁ বাজেট নদী ভাঙন রোধের জন্য হয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করি,দ্রুত না করতে পারলে আমাদের দেশে ফাইলচাপার যেঁ অভিজ্ঞতা আমরা জানি, তাতে মনে হয় বাজেট বাস্তবায়নের আগে মুক্তাঞ্চল বিলিন হয়ে যাবে।তাই আর ভুল পথে নয়,কনো ভুল মানুষের কাছে নয়।আমি মনে করি সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা ছাড়া আর কোন উপায় নেই।আমাদের তার শরণাপন্ন হতেই হবে স্বারকলীপির মাধ্যমে।। আমরা ঢাকাস্থ যারা আছি আসুন প্রেস ক্লাব এ একটি কর্মসূচির আয়োজন করে মানবতার মা কে বিষয় টি জানাই।তাহলে ইনশাআল্লাহ আমাদের নদী ভাঙন রোধের কাজ দ্রুত শুরু করা সম্ভব বলে মনে করছি। আপনি????নিজের জন্য নিজেরা লড়ি,আসুন নিজের বুকের রক্ত ক্ষরণ নিজেরাই বন্ধ করি।সেই সাথে বর্তমান সরকার কে বাজেট ঘোষনার জন্য নিপিরিত নিষ্পেষিত ছিন্নমূল মানুষের পক্ষ থেকে অভিনন্দন।আমাদের এই অস্তিত্ব রক্ষার দাবির সাথে স্থানীয় সকল নেতা কর্মী ও সকলের সাহায্য অনুপ্রেরণা কামনা করছি।।।প্রথমে এলাকায় টানা ১০ দিনের টানা বিভিন্ন কর্মসুচির পর ঢাকা অভিমুখে যাত্রা করবো,মনে রাখবেন এই দাবি অস্তিত্ব রক্ষার দাবি।।মুক্তি হোক বিবেকের মুক্তি হোক মানবতার। আল্লাহ্‌ হাফেজ,,,,,
Mnf Bitdut Sarkar
#মুক্তিরডাক #বাংলাদেশ