সম্প্রতি মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড এর কেন্দ্রীয়
কমিটির নব নির্বাচিত সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত
হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অনলাইনে প্রশংসার জোয়ারে ভাসছেন,
তাকে নানান শ্রেণীর মানুষ অভিনন্দন জানিয়েছেন। অনেকে তাকে নিয়ে কবিতা
লিখেছেন।
ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (ডুয়েট)
"এ কিউ জিলানী"
একটি কবিতা লিখেছেন।
"আদর্শের সৈনিক"
এ কিউ জিলানী
হায়াতে হেফাজতে রাখো
তারে মাওলা
তারুণ্যের প্রতীক এখন
রোকন উদ দৌলা।
সমাজনীতি বদলাতে ঝরায়
সে তার ঘাম
যোগ্য বলে পেলো সে
নৈতিকতার দাম।
সত্য ন্যায়ের মর্যাদা আছে
সে-তো জানি
কষ্ট করলে কেষ্ট মেলে
গুণিজনের বাণী।
মিথ্যা অন্যায় করে
সে কোতল
নীতি আর আদর্শে পথ
চলে অটল।
সমাজের সুপথ খোঁজ
করে দৈনিক
সত্য ন্যায়ের সংগ্রামে সে
নির্ভীক সৈনিক।
সমাজের অনিয়ম করে
সে ছিন্ন
আছে মেধা আর শিক্ষায়
বলিষ্ঠ চিহ্ন।
চলনে বলনে অভিজ্ঞতা
অর্জিত
সে নম্র ভদ্র ব্যবহারটা
মার্জিত।
যারা রাস্তায় ফুটপাতে রাত্রি
করে যাপন
অসহায় পথশিশুর করে
সে আপন।
মানবতার ফেরিওয়ালা করে
সে আত্মত্যাগ
দুঃখটাকে ছুঁড়ে ফেলে সুখটাকে
করে ভাগ।
জনতার পক্ষে সে-তো ঘৃণা
করে দুর্নীতি,
এই সমাজে করতে চায় সে
পরিছন্ন রাজনীতি।
তারুণ্যের
প্রতীক রোকন উদ দৌলা জামালপুরের সন্তান। তিনি দেশ জাতি বিশেষ করে
মুক্তি যুদ্ধের চেতনায় সকলকে উদবুদ্ধ করে আসছেন। গরীব দুঃখী এবং পথ
শিশুদের জীবন মানে উন্নয়নে অসহায় দরিদ্র মানুষের ও পথশিশুদের
সাহায্যার্থে এগিয়ে এসেছেন।
দুর্নীতি ও অপশক্তির বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তার অবস্থান,
সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও আওয়াজ তুলেছেন।
রোকন উদ দৌলা এক তারুণ্যের নাম তারুণ্যের আইডল।
একজন পরিছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।
তার
সাথে এক আলাপচারিতায় তিনি বলেন, বাংলাদেশে এখনও ১২ লক্ষ পথশিশু আকাশের
নিচে রাত্রিযাপন করে, তাদের পূর্ণবাসন করা জরুরি তারাও বাংলাদেশের নাগরিক
তাদের সঠিক নাগরিক অধিকার এবং তাদের সঠিক নাগরিক সুযোগ-সুবিধা দিয়ে
সুশিক্ষায়, সুনাগরিক এ পরিণত করা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা।
বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাংলার বুকে কেউ না খেয়ে থাকবে না। কেউ না খেয়ে ঘুমাবে না।
সঠিক
নাগরিক অধিকার পাবে বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র তৈরি হবে সে লক্ষ্যে এগিয়ে
যাচ্ছি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া আমার একমাত্র লক্ষ্য।
এই তরুণ নেতার স্বপ্ন বাংলার আপামর সাধারণ মানুষের ও পথ শিশুদের জীবনমান উন্নয়ন হবে বলে আমরা আশা রাখি।
No comments:
Post a Comment