![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLt2wZxDqSfRasOx3-_SjjHxS50csAY9lcmF_w-taMeGwSWwuIFAWSA-xL2EI9XBERDu08_K1RltbWIXJ4rtx2lpxqpzAXff3evyqTi_OQGY0FTm66uCHYgv7USBsGRJEaYX2jpdCySrHE/s400/85112.jpeg)
ফেসবুকে চলছে ফেইক বা ভুয়া আইডি বন্ধের কার্যক্রম। সরাসরি ঘোষণা দিয়েই এই কার্যক্রম শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ইতোমধ্যে অনেক ফেইক আইডি বন্ধ হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো ফেইক আইডির পাশাপাশি অনেকের আসল আইডিও বন্ধ করে দিয়েছে ফেসবুক। এতে বিড়ম্বনায় পড়েছেন ফেসবুক ব্যবহারকারীরা।
তবে বন্ধ করে দেয়া আইডি খোলার সুযোগও রয়েছে। ফেসবুক জানিয়েছে, তারা কোনো আইডিকে ভুয়া মনে করে বন্ধ করে দিলেও তা পুনরুদ্ধাদের সুযোগ রয়েছে। তবে এই আইডি যে ভুয়া নয়, তার প্রমাণ দিতে হবে।
বন্ধ হওয়া এসব অ্যাকাউন্ট চালুর জন্য ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এসব আইডি চালু করতে জাতীয় পরিচয়পত্র, মেইল অ্যাড্রেস, অ্যাকাউন্টের নাম ফেসবুকের কাছে পাঠাতে হবে। ফেসবুক এসব তথ্য খতিয়ে দেখবে।
ফেসবুকের হেল্প সেন্টারে গিয়ে ‘সাবমিট অ্যান আপিল’ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। এরপর ফেসবুক এসব আইডি খতিয়ে দেখবে। যারা উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারবে তাদের আইডি পুনরুদ্ধার হবে।
তবে বন্ধ করে দেয়া আইডি খোলার সুযোগও রয়েছে। ফেসবুক জানিয়েছে, তারা কোনো আইডিকে ভুয়া মনে করে বন্ধ করে দিলেও তা পুনরুদ্ধাদের সুযোগ রয়েছে। তবে এই আইডি যে ভুয়া নয়, তার প্রমাণ দিতে হবে।
বন্ধ হওয়া এসব অ্যাকাউন্ট চালুর জন্য ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। এসব আইডি চালু করতে জাতীয় পরিচয়পত্র, মেইল অ্যাড্রেস, অ্যাকাউন্টের নাম ফেসবুকের কাছে পাঠাতে হবে। ফেসবুক এসব তথ্য খতিয়ে দেখবে।
ফেসবুকের হেল্প সেন্টারে গিয়ে ‘সাবমিট অ্যান আপিল’ লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। এরপর ফেসবুক এসব আইডি খতিয়ে দেখবে। যারা উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারবে তাদের আইডি পুনরুদ্ধার হবে।
No comments:
Post a Comment