![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiw8AmxaldhsZFuZfDJXw2H8buhxNX_L1SoIukDZve2_O1JxNr2prE1NKsnfJ_QOyn4FPL7Fx8mZXQeBiBJu4zoVIeSYMIi3gueYBzCC7bpp3jQiKbb9UeRY8_n05BKxOiBPEA-tErWoPVN/s400/85308.jpeg)
বাঘ কেটে খাওয়ার ছবি আপলোড করা হলো ফেসবুকে! তাও আবার রয়েল বেঙ্গল টাইগার। ঘটনাটি ঘটেছে ভারতের নাগাল্যান্ড-মণিপুরের সীমনার গ্রামে। যেখানে কিনা রয়েল বেঙ্গলের অস্তিত্বই কখনও কারো জানা নেই।
প্রাথমিক ভাবে জানা গেছে, মণিপুরের সীমার মধ্যে বাঘটিকে হত্যা করা হয়। পরে লাগোয়া নাগাল্যান্ডের একটি গ্রামে নিয়ে গিয়ে তাকে কেটে খায় গ্রামবাসীরা। সেই ছবিই ফেসবুকে ছড়িয়ে পরে।
এ ব্যাপারে এনটিসি-র তরফে কমল আজাদ বলেন, 'গত বছর নাগাল্যান্ডে রয়েল বেঙ্গল থাকার কথা জানা গিয়েছিল। তবে তার ছবি মেলেনি। মণিপুরে রয়েল বেঙ্গল থাকার কথা আগে কখনওই শোনা যায়নি। তাই প্রকৃত ঘটনা সামনে আসা খুবই দরকার। '
আনন্দবাজারের খবরে বলা হয়, ছবিগুলি এনটিসি-এর নজরে আসার পরে বন্যপ্রাণ অপরাধ দমন শাখাকে জানানো হয়। পাশাপাশি, দুই রাজ্যের কাছেই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।
প্রাথমিক ভাবে জানা গেছে, মণিপুরের সীমার মধ্যে বাঘটিকে হত্যা করা হয়। পরে লাগোয়া নাগাল্যান্ডের একটি গ্রামে নিয়ে গিয়ে তাকে কেটে খায় গ্রামবাসীরা। সেই ছবিই ফেসবুকে ছড়িয়ে পরে।
এ ব্যাপারে এনটিসি-র তরফে কমল আজাদ বলেন, 'গত বছর নাগাল্যান্ডে রয়েল বেঙ্গল থাকার কথা জানা গিয়েছিল। তবে তার ছবি মেলেনি। মণিপুরে রয়েল বেঙ্গল থাকার কথা আগে কখনওই শোনা যায়নি। তাই প্রকৃত ঘটনা সামনে আসা খুবই দরকার। '
আনন্দবাজারের খবরে বলা হয়, ছবিগুলি এনটিসি-এর নজরে আসার পরে বন্যপ্রাণ অপরাধ দমন শাখাকে জানানো হয়। পাশাপাশি, দুই রাজ্যের কাছেই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে।
No comments:
Post a Comment