![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgb7l6dsOdpQWosvZs6g8vFd_u9Aqj4oTrlAtPltcev8l2aHbP7CO0fHXWftYaMc8TLRwRPYnKxHwM4zqs394YWz9JOWWV9yUApi9nxRBw_uPn0thUEMDU1pZU9SAlVHnCUGm-AC9OdU5ak/s640/9920601c032165f0a4ca0f8a4f7fd041.jpg%253B%252C70%252C%253B3%252C480x%252C0.jpg) |
কলাপাড়ায় ছাত্রলীগ কর্মী খুন |
কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, কবির গাজী গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। যা অসংখ্যবার সহিংসতায় রূপ নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য পায়রা বন্দরের উন্নয়নমুলক কর্মকান্ডের ব্যবসা-বাণিজ্য নিয়ে এদের দ্বন্ধ আরও প্রকাশ্য হয়ে ওঠে। অভি গাজী খুন হওয়ার ঘটনায় শহরজুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।
নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ কবির উদ্দিনের ছেলে ছাত্রলীগ কর্মী অভি গাজীকে (২৭) নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। মাদ্রাসা রোডের কালভার্ট এলাকায় গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় অভি গাজীর ওপর নৃশংস হামলা চালানো হয়। এসময় অভি গাজী ছাড়াও তার সহযোগী কোয়েল (৩০), আহম্মদ উল্লাহ (৩০), দোকানি পপি (২৬) গুরুতর জখম হয়। পপি চলবিদ্ধ হয়েছে। এর মধ্যে পপিকে কলাপাড়া হাসপাতালে এবং অপর তিন জনকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে অভি মারা যায়। নিহতের বাবা কবির গাজী জানান, সুমন গাজীসহ সাত/আট জনের একদল সন্ত্রাসী অভিসহ তার সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায়। অভির শরীরে অন্তত ৩০টি কোপ দেয়া হয়েছে।
No comments:
Post a Comment