![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHw0G6lbSmt-ZKE-BeBPCXci-T8W2wLdE5cswLQ8LObKGo0z_hn3lg-jJ0bPD9LceW_apXFmJ5IZXXpgl2ES_BdHBkJJ46ofewwpXNB72xvEqcuA8zW2d6Z36DZY-6jOGf2aSIEohhhDHc/s400/84910.jpeg)
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী বুবলী। জানা গেছে, অতিরিক্ত জ্বর ও রক্তচাপ নিম্নমুখী হওয়ায় তাকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুবলীর বোন মিমি বলেন, কয়েকদিন থেকেই বুবলী অসুস্থতাবোধ করছিলেন। শুক্রবার এই অসুস্থতার মধ্যেও রংবাজের মহরতে অংশ নেন। সেখান থেকে ফিরেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসি বুবলীকে।
মিমি আরও বলেন, তাৎক্ষণিকভাবে বুবলীর রক্ত পরীক্ষা করা হয়েছে। ডাক্তার বলেছেন, তার মাত্রাতিরিক্ত জ্বর ও প্রেশার ফল করেছে। এখন সে ইমার্জেন্সি বিভাগে ভর্তি আছে।
উল্লেখ্য, শামীম আহমেদ রনী পরিচালিত রংবাজ ছবিতে শাকিব খানের বিপরীতে বুবলী অভিনয় করতে যাচ্ছেন। ছবিটির মহরত শুক্রবার গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বুবলীর বোন মিমি বলেন, কয়েকদিন থেকেই বুবলী অসুস্থতাবোধ করছিলেন। শুক্রবার এই অসুস্থতার মধ্যেও রংবাজের মহরতে অংশ নেন। সেখান থেকে ফিরেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসি বুবলীকে।
মিমি আরও বলেন, তাৎক্ষণিকভাবে বুবলীর রক্ত পরীক্ষা করা হয়েছে। ডাক্তার বলেছেন, তার মাত্রাতিরিক্ত জ্বর ও প্রেশার ফল করেছে। এখন সে ইমার্জেন্সি বিভাগে ভর্তি আছে।
উল্লেখ্য, শামীম আহমেদ রনী পরিচালিত রংবাজ ছবিতে শাকিব খানের বিপরীতে বুবলী অভিনয় করতে যাচ্ছেন। ছবিটির মহরত শুক্রবার গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment